odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৩২ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ March ২০২৪ ২৩:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ March ২০২৪ ২৩:৩৭

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৩২ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৪ হাজার ২৯৮ জন।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় নয়টি 'গণহত্যা' চালিয়েছে। এতে ৮২ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। 

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার কারণে এর ভূখণ্ডের ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৬০ শতাংশ। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে আছে জনগণ।

সূত্র: আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন: