odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গাজা উপত্যকায় বাফার জোন তৈরি করছে ইসরায়েল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ March ২০২৪ ১৭:২০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ March ২০২৪ ১৭:২০

৩০ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : ইসরায়েরেল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা সংলগ্ন সীমান্তে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করছে। যা এই ছিটমহলের প্রায় ১৬ শতাংশ এলাকা অধিগ্রহণ করে তৈরি করা হতে পারে। হারেতজ পত্রিকায় পরিবেশিত খবরে এই কথা বলা হয়েছে।

সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী জোনটি প্রায় ১ কিলোমিটার প্রশস্ত হবে এবং সেই এলাকার সমস্ত ভবন ভেঙ্গে ফেলা হবে। ওই নিউজ আউটলেট পরিবেবেশিত খবরে আরো বলা হয়, ইসরায়েল ছিটমহলটিকে দু'টি অংশে বিভক্ত করার পরিকল্পনা করছে। এর একটি হবে উত্তর অংশ এবং অপরটি দক্ষিণ অংশ।

এই লক্ষ্যে ইসরায়েলিরা বেসামরিক ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেটজারিম করিডোর নামে পরিচিত আরেকটি বিশেষ বাফার জোন তৈরি করছে। ওই এলাকায় সীমান্ত বরাবর বাফার জোন তৈরি হলে গাজা উপত্যকার প্রস্থ হবে মাত্র ৫.৫ কিলোমিটার।

সূত্র: তাস



আপনার মূল্যবান মতামত দিন: