odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা : নিহত ১৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ July ২০২৪ ১১:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ July ২০২৪ ১১:৪২

৭ জুলাই, ২০২৪ (অনলাইন ডেস্ক): ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছে। হামাস সরকার এ কথা জানিয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকান্ড হিসেবে বর্ণনা করে বলেছে, হামলায় ৫০ জন আহত হয়েছে। এর্দে হাসপাতালে নেয়া হয়েছে। হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: