odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

উত্তর ইসরাইলে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর

odhikarpatra | প্রকাশিত: ১৯ October ২০২৪ ২১:০৫

odhikarpatra
প্রকাশিত: ১৯ October ২০২৪ ২১:০৫

হিজবুল্লাহ আজ শনিবার হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিসহ উত্তর ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ্র উদ্ধিৃতি দিয়ে লেবানন থেকে এএফপিকে একথা জানায়।

২৩শে সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে ইসরাইলের ওপর কয়েক সপ্তাহের হামলা জোরদার করার অঙ্গীকার হিসেবে হিজবুল্লাহ হাইফার পূর্বে একটি সামরিক ঘাঁটিতে উন্নত রকেটের ‘বড় সালভো’ আঘাত হেনেছে। এর আগে এক বিবৃতিতে, ইরান-সমর্থিত গোষ্ঠী বলেছিল, তারা হাইফা শহরের উত্তরে একটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জরুরী পরিষেবা প্রদানকারী ম্যাগেন ডেভিড অ্যাডম’র একজন মুখপাত্র বলেছেন, হাইফা জেলার কিরিয়াত আতা’য় পাঁচজন আহত হয়েছে। তবে তাদের বেশিরভাগই আহত হয়েছে ছুরির আঘাতের কারণে।

এএফপি ফুটেজ দেখিয়েছে, রকেট হামলায় একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিরিয়াত আতা’য় দ’ুটি গাড়ি ভস্মিভুত হয়েছে। অগ্নিনির্বাপক দল এবং অ্যাম্বুলেন্স ওই এলাকায় পাঠানো হয়েছে।

হাইফা হামলার ঘটনার উল্লেখ করে ইসরাইল জানিয়েছে, শনিবার মধ্য ইসরাইলি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ড্রোন হামলার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সিজারিয়ায় ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



আপনার মূল্যবান মতামত দিন: