odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

মস্কো থেকে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহার; সিউলে রুশ রাষ্ট্রদূতকে তলব

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৪ ১৮:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৪ ১৮:৫৩

ইউক্রেনে মস্কোর যুদ্ধকে সমর্থন দেয়ার জন্য হাজার হাজার সৈন্য পাঠানোর পিয়ংইয়ংয়ের সিদ্ধান্তের কঠোর সমালোচনার জন্য দক্ষিণ কোরিয়া সোমবার সিউলে

রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
উত্তর কোরিয়ার স্পেশাল ফোর্সের প্রায় দেড় হাজার সৈন্য ইতোমধ্যে রাশিয়ায় রয়েছে। সিউলের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানিয়েছে, শিগগির এসব সৈন্য সন্মুখ সারিতে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আরো অতিরিক্ত সৈন্য রাশিয়ায় প্রবেশ করবে। দেশের বাইরে পিয়ংইয়ংয়ের সেনা মোতায়েন এটাই প্রথম ঘটনা।
দক্ষিণ কোরিয়া দীর্ঘ দিন থেকে দাবি করে আসছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য পরমাণু সশস্ত্র উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় প্রবেশ করছে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে গত জুন মাসে কিম জং উনের একটি সামরিক চুক্তি স্বাক্ষরের পর এসব সৈন্য মস্কোতে প্রবেশ করেছে।
দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী কিম হং-কাইয়ুন রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে বলেছেন, ‘সিউল সাম্প্রতিক সময়ে মস্কোতে উত্তর কোরীয় সৈন্য পাঠানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।’
কিম দক্ষিণ কোরিয়ায় রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে বলেছেন, ‘এ ধরনের উদ্যেগ শুধু দক্ষিণ কোরিয়া নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ও গুরুত্বপূর্ণ হুমকি।’
তাছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপগুলো নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।’



আপনার মূল্যবান মতামত দিন: