odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ইরানে ইসরাইলি হামলার পর ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান ইইউ’র

odhikarpatra | প্রকাশিত: ২৭ October ২০২৪ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ২৭ October ২০২৪ ০০:০০

ইসরাইল ইরানে মারাত্মক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে একটি ‘অনিয়ন্ত্রিত উত্তেজনা’ এড়াতে শনিবার ইউরোপীয় ইউনিয়ন সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

ব্রাসেলস থেকে এএফপি জানানয়, ২৭-জাতি ব্লক ইইউ এক বিবৃতিতে বলেছে ‘আক্রমণ ও প্রতিশোধের বিপজ্জনক চক্র আঞ্চলিক সংঘাতের আরো সম্প্রসারণ ঘটাতে পারে।’

বিবৃতিতে ইইউই বলেছে, ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার স্বীকার করার সময়, ইইউ সমস্ত পক্ষকে একটি অনিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানায়।’

বিবৃতিতে এই উত্তেজনা বৃদ্ধি কারো স্বার্থের পক্ষে যাবে না বলে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: