odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ইসরাইলি প্রধানমন্ত্রী ’নেতানিয়াহুর বাড়ির কাছে দুটি অগ্নিকান্ড: পুলিশ

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৪ ২০:৩১

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৪ ২০:৩১

ইসরাইলের কেন্দ্রীয় শহর সিজারিয়ার শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে দুটি অগ্নিকান্ড ঘটেছে। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটিকে ‘গুরুতর’ অভিহিত করেছে।

পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতির উদ্ধৃতি দিয়ে জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের প্রাঙ্গণে দুটি অগ্নিকান্ড ঘটেছে। ‘ঘটনার সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ঘটনাটি ‘গুরুতর ও  বিপজ্জনক’ অভিহিত করে এর তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ঘটনার নিন্দা করেছেন এবং জনসাধারণের ওপর সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছেন।

হারজোগ এক্স-এ এক পোস্টে বলেন, ‘আমি এখন শিন বেতের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং যথা শিগগির সম্ভব ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্ত ও জরুরি ভিত্তিতে মোকাবিলার ব্যবস্থা গ্রহনের প্রয়োজনীয়তার কথা বলেছি।’

এ অগ্নিকাণ্ডের জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায় নাই।

এর আগে গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলার পর এই ঘটনা ঘটলো। ওই ড্রোন হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ দায়ী বলে দাবি করা হয়। নেতানিয়াহু সে সময় হিজবুল্লাহর বিরুদ্ধে তাকে ও তার স্ত্রী হত্যার চেষ্টার অভিযোগও আনেন।

২৩ সেপ্টেম্বর থেকে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরাইল বোমা হামলা বাড়িয়েছে ও পরে স্থল বাহিনী প্রেরণ করে। এর আগে গাজায় যুদ্ধে হামাসের হিজবুল্লাহ গোষ্ঠী এক বছর ধরে ইসরাইলের সঙ্গে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চালিয়ে যায়।

হাইফা নগরী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে সিজারিয়া এলাকাটিকে হিজবুল্লাহ নিয়মিত লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, শনিবারের ভোরে হিজবুল্লাহর ‘ভারী গুচ্ছ রকেট হামলা হাইফার এক উপাসনালয়ে আঘাত হানলে এতে দুই ব্যক্তি আহত হয়।

সেনাবাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করা ‘প্রায় ১০টি প্রজেক্টাইল-এর কয়েকটিকে বাধা দিয়েছে।

ইসরাইলের উত্তরে হাইফা এলাকায় এক নৌ ঘাঁটিসহ সামরিক স্থানগুলো লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: