odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ২২ November ২০২৪ ১৭:৩৯

odhikarpatra
প্রকাশিত: ২২ November ২০২৪ ১৭:৩৯

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী সুমিতে রাশিয়ার হামলায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার ভারপ্রাপ্ত মেয়র এ কথা বলেছেন। কিয়েভ থেকে এএফপি এ কথা জানিয়েছে।

টেলিগ্রামে এক ভিডিও বার্তায় আর্টেম কোবজার বলেন, ‘সুমিতে কয়েক দফা বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণে দুইজন প্রাণ হারিয়েছে।’
তিনি বলেন, হামলা স্থল থেকে লোকজনকে উদ্ধারে এয়ার ডিফেন্স এখনো কাজ করছে এবং বাসিন্দাদের জানালা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। স্থানীয় সময় সকাল ৬ টার আগ মুহূর্তে  (গ্রিনিচমান সময় ০৪০০ টা) সেখানে হামলা চালানো হয়।
সুমির আঞ্চলিক সামরিক প্রশাসন বলেছে, একটি আবাসিক এলাকায় রাশিয়া ড্রোন (ইউএভি) হামলা চালায়। তারা আরো জানায়, সেখানে উদ্ধার অভিযান চলছে।
সুমি রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্ত ওপারে অবস্থিত। সেখানে ইউক্রেনীয় সৈন্যরা গত আগস্টে একটি বড় স্থল অভিযান চালিয়ে বেশ কিছু অঞ্চল দখল করে নেয়।
রাশিয়া ইউক্রেনে একটি নতুন প্রজন্মের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর এসব হামলা চালানো হয়। 
সাম্প্রতিক দিনগুলোতে, ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা প্রায় তিন বছরের দীর্ঘ সংঘাতের ক্ষেত্রে ইতোমধ্যে সর্বোচ্চ উত্তেজনা দেখা দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: