ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আজ সিলেটে অর্ধদিবস বাস চলাচল বন্ধ থাকবে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮ ০৪:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮ ০৪:৫৯

সড়ক পরিবহন আইনের শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে আজ অর্ধদিবস বাস চলাচল বন্ধ থাকবে। শ্রমিক সংগঠনগুলো এ ঘোষণা দিয়েছে।


জানা গেছে, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস দূরপাল্লার বাস যাতায়াত বন্ধ থাকবে।

শুক্রবার ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে দুপুর ১২টায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওছমান আলী।

শুক্রবার (১৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে দুপুর ১২টায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওছমান আলী।



আপনার মূল্যবান মতামত দিন: