odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

কোহলি-রাহুলের সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ September ২০২৩ ০২:৫৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ September ২০২৩ ০২:৫৪

বৃষ্টির আশংকা মাথায় নিয়েই রিজার্ভ ডেতে চলছে ভারত-পাকিস্তানের মহা লড়াই। গতকালের অসমাপ্ত ইনিংস খেলতে নেমে আজ সোমবার রান পাহাড় গড়েছে ভারত। গতকাল রোহিত শর্মা আর শুভমান গিলের দারুণ ওপেনিং জুটির পর আজ জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি এবং টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামা লোকেশ রাহুল। তাদের দাপটে ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩৫৬ রান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ২ উইকেটে ১৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। ২৫.৫ ওভার খেলা বাকি ছিল। বৃষ্টির কারণে যথাসময়ে খেলা শুরু হয়নি। ভেজা মাঠ শুকানোর পর দুই অপরাজিত ব্যাটার কোহলি আর রাহুল দেখেশুনে শুরু করেন। 

দুজনে সেঞ্চুরিও করেছেন কাছাকাছি সময়ে। ঠিক ১০০ বলে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন রাহুল। এর পরপরই শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে মাত্র ৮৪ বলে ক্যারিয়ারের ৪৭ম সেঞ্চুরি পূরণ করেন বিরাট ‘কিং’ কোহলি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত।



আপনার মূল্যবান মতামত দিন: